"আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ"-এর আমীর
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব,
এক নির্ভীক, নির্লোভ, নিরহংকার সমাজ সংস্কারকের নাম। যিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন এবং গোটা পরিবারকে। যিনি ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, যেহেতু প্রত্যেক মাসে তার লেখা লক্ষ লক্ষ টাকার বই বিক্রি হয়। কিন্তু তিনিই একমাত্র লেখক, যিনি তার পারিশ্রমিকের কোন মূল্য নেন না।
একবার সৌদি সরকারের পক্ষ থেকে তাঁর দু'টি পুস্তিকা ছাপানোর ইচ্ছা ব্যক্ত করে টেলিফোনে তাঁর কাছে জানতে চান যে তাঁকে কত ওনারিয়াম (সম্মানী) দিতে হবে। তিনি দ্যর্থহীন কন্ঠে উত্তর দেন- আপনাদের বই ছাপানোর প্রয়োজন, ছাপিয়ে বিতরণ করুন। ওনারিয়াম আমার আল্লাহ্ আমাকে দেবেন, কোন মানুষ না।
এমন আখেরাতমুখী নেতার সাথে দুনিয়া পূজারী ব্যক্তিরা যে টিকে থাকতে পারবেন না, তা আলাদা করে বলার কোন অবকাশ রাখে না।
আর, হ্যাঁ.......
পিচ টিভি বাংলা চালুর পেছনে যার অসামান্য অবদান তিনি আর কেউ নন, প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সৌদি বাদশাহ-র মেহমান হিসেবে হজ্ব পালন করেছেন অনেক আগেই। ২০১২ সালে রমযান মাসে ওমরার সফরে বাংলা ভাষার নির্ভরযোগ্য আলেম শায়েখ মতিউর রহমান মাদানী কিংবা ড. জাকির নায়েকের মত পৃথিবীখ্যাত দ্বাঈ যার সাথে সাক্ষাৎ ও ইফতার করার জন্য মসজিদুল হারামে এসেছিলেন তিনি ড. গালিব। আজ বাংলাদেশের যেসকল ছহীহ আক্বীদার আলেমদের আমরা পিচ টিভির সুবাদে চিনি বা জানি তাদের নামের তালিকা পাঠিয়েছিলেন ড. গালিব। কিন্তু পরিতাপের বিষয় আজ তাদেরই একটা বড় অংশ তাঁর বিরোধিতায় লেগে আছে। নিশ্চয় আল্লাহ্ প্রত্যেককে নিজ নিজ কাজের প্রতিফল দিবেন এতে কোন সন্দেহ নাই।
আমীরে জামা'আত গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। আমরা আল্লাহর নিকট তার সুস্থতার জন্য প্রাণখুলে দুআ করছি।
হে আল্লাহ! তুমি তোমার দ্বীনের এই খাদেমকে সুস্থতা দান কর এবং তাঁকে হায়াতে তাইয়্যিবা দান কর।
আমীন।

No comments:
Post a Comment