Wednesday, January 24, 2018


আচ্ছা বল্টু তুমি মাজহাব কেন মান?
বল্টু- মাজহাব মানা ফরয।
-কে ফরয করল?
বল্টু- এত কিছু জানিনা, আলেমরা বলছে ফরয।
তুমি কোন মাজহাব মানো?
বল্টু- হানাফি মাজহাব
চার মাজহাব তো চার ফরয, একটা ফরয মানলা বাকি ৩ টা কই গেল?
বল্টু- অ্যাঁ ! না মানে... আলেমরা বলছেন বাকি ৩ টি বিশ্বাস করতে হবে.
-আসরের নামাজ ৪ রাকাত ফরজ তাহলে ১ রাকাত নামাজ পড় আর বাকি ৩ রাকাত বিশ্বাস করো, তাহলেই চলবে কি বলো?
বল্টু- অ্যাঁ !
-আচ্ছা তুমি সরাসরি কোরআন হাদিস মানতে পারো না?
বল্টু- দেখেন ভাই, কোরআন হাদিস সরাসরি মানা যায়না, সাধারণ মানুষ যেমন রিকশাচালক, কৃষক কোরআন হাদিস বুঝবে না। তাই তারা যে কোন এক ইমামের তাকলিদ (অন্ধ অনুসরণ) করবে।
-সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝে না আর আরবি কিতাবে লেখা ইমাম আবু হানিফা (রহঃ) এর ফতোয়াটা খুব বুঝে তাই না?
বল্টুঃ অ্যাঁ ! না মানে... না বুঝলে আলেমদের জিজ্ঞাসা করবে...
-আমিও তো তাই বলি কোরআন হাদিস না বুঝলে আলেমদেরকে জিজ্ঞাসা করবে, কোরআন হাদিস থেকে ফয়সালা খুঁজবে, না পেলে সাহাবা কেরামের আমল দেখবে, তাও না পেলে সম্মানিত ইমামগণ (রহঃ) কি ফতোয়া দিয়েছেন সেটা দেখা যেতে পারে। কোরআন হাদিস বাদ দিয়ে আগে ফতোয়া খুঁজবে কেন?
আর কতকাল নিজেকে বোকা সাজিয়ে রাখবে? চারদিকে কোরআন আর হাদিস মানার জোয়ার এসেছে, আবারও মানুষ তার মূলে ফিরে যাচ্ছে, শামিল হওন কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার পথে।
* মাজহাব মানে তরীকা, পথ, মত।
* ইসলাম জান্নাতে যাওয়ার একমাত্র তরীকা, পথ, মত।
*******
মনে রাখা ভালো প্রসিদ্ধ ৪ ইমামের কেউ কোন মাজহাব চালু করে যান নাই, ৪০০ বছর পর এর আবিস্কার ... দেহবন্দ গুরু শাহ ওয়ালীঊল্লাহ দেহলভী(রহ) তার হুজ্জাতুল বালিগায় বলে গেছেন।
আল্লাহ বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনলে আমরা হেদায়েত পাবো।(বাকারা ১৩৭)
সাহাবীগণ (রা) কোনো দলে ভাগ হননি এবং নিজেদের উপর মাজহাব ওয়াজিব/ফরজ করেননি। তারা একনিষ্ঠভাবে রসূল (স) এর অনুসরণ করতেন।।
এরপরেও না বুঝলে কিছু করার নেই

No comments:

Post a Comment